-ঃ প্রধান শিক্ষক মহাশয়ের প্রতিবেদন ঃ-
প্রথমেই আমার সকল সহকর্মীদের তথা শিক্ষক-শিক্ষিকা বৃন্দ,
শিক্ষাকর্মীবৃন্দ (বৃত্তিমূলক শাখা সহ) এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দকে এবং সেই
সঙ্গে বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে এবং রামজীবনপুর ও
সন্নিহিত যে সকল অঞ্চল থেকে আমাদের এই ঐতিহ্যমণ্ডিত বিদ্যামঠতলে উপস্থিত হয়, সকল
অভিভাবক-অভিভাবিকাবৃন্দকে নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে দু-চার কথা শুরু করছি।
স্বর্গীয় বাবুলাল সিংহ
মহাশয়ের নামাঙ্কিত এবং স্বর্গীয় সতীশ চন্দ্র সিংহ মহাশয় কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যমণ্ডিত
এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে মাত্র এক বৎসর কাল প্রধান শিক্ষক হিসাবে অতিবাহিত করেছি।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন ও নিয়মশৃঙ্খলাসহ প্রশাসনিক সমস্ত কাজকে
সরকারী নিয়ম অনুযায়ী যথাযথভাবে পালন করা ও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান
লক্ষ্য। প্রবীন মাস্টারমশাইরা কালের নিয়মে অবসর নিয়েছেন। নবীন মাস্টারমশাইরা
এসেছেন, তাঁরাও যথাযথভাবে শিক্ষাদানে ব্রতি হয়েছেন। তবে বেশ কিছু শুন্যপদ এখনও
পূরন না হওয়ার কারনে কিছু বিষয়ে পাঠদানের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে, যা
অবশ্যই বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে অন্তরায় স্বরূপ। বিদ্যালয়ে শিক্ষাকর্মীদেরও
কিছু পদ শূন্য থাকায়, বিদ্যালয়ের বিভিন্ন কাজে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহন করতে
হচ্ছে।
তবে, অদূর ভবিষ্যতে
নিশ্চয় শূন্যপদ্গুলিতে পূর্ণতা প্রাপ্তি বিদ্যালয়ের ঘটবে এই আশা রেখে এগিয়ে যাওয়া
ছাড়া উপায় নেই। অভিভাবক-অভিভাবিকাবৃন্দের কাছে ঐকান্তিক অনুরোধ যাতে আপনাদের
পুত্র-কন্যারা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয় একটু খেয়াল রাখা আবশ্যক।
স্বামী বিবেকানন্দ
বলেছেন, - “Like fire in a piece of
flint, knowledge exists in the mind. Suggestion is the friction which brings it
out”. মনের মধ্যে থেকে যখন আবরণকে আমরা সরিয়ে দিতে পারি, তখন
আমাদের আত্মজ্ঞান প্রকাশ লাভ করে। চকমকি পাথরের মধ্যে আগুন জ্বলার সম্ভবনা আছে
বলেই ঘর্ষণের ফলে টা জ্বলে ওঠে। আর শিক্ষাদান হ’ল সেই নিহিত অগ্নির প্রোজ্জ্বলন।
শিক্ষক-শিক্ষিকারা সম্মিলিতভাবে যা করে থাকেন, তবে কিছু ত্রুটি-বিচ্যুতি অবশ্যই
থাকতে পারে, পারস্পরিক আলোচনার সাপেক্ষে অবশ্যই সেগুলি সংশোধন যোগ্য।
বিদ্যালয়ে মিড-ডে-মিল
যথেষ্ট যত্নসহকারে নিয়ম মোতাবেক পরিবেশন করা হয়। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে
সকলের মতামত ও পরামর্শ নিয়েই চলতে আগ্রহী। বর্তমানে ছাত্র-ছাত্রীদের মূল্যবোধের
অবক্ষয় একটি সামাজিক ব্যাধি। আমাদের সকলকে ভবিষ্যৎ প্রজন্মকে সুপথে চালনা করতে
সজাগ থাকতে হবে।
সরকারী বিভিন্ন
স্কলারশিপগুলি ও বিভিন্ন সুবিধাগুলি যাতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পাই, সেই
বিষয়ে সকলকে যথেষ্ট গুরুত্ব আরোপ করতে হবে। আগামী ২০২৫-এ শতবর্ষে পদার্পণ করতে
চলেছে এই বিদ্যালয়, সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার
আহ্বান জানাই।
আবার স্বামীজির কথাতেই
শেষ করছি, মনে রাখতে হবে, “The end of
all education, all training should be man-making. The end and aim of all
training is to make the man grow”. এই আদর্শ
মাথায় রেখে, মূল্যবোধ যুক্ত সুশিক্ষিত প্রজন্ম এই বিদ্যাভবন থেকে তৈরী হলেই এই
কর্মযজ্ঞের যথার্থ সার্থকতা। ভালো থাকবেন সকলে।
নমস্কার
ধন্যবাদান্তে
শ্রী পার্থপ্রতিম মণ্ডল
প্রধান শিক্ষক
রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবন
No comments:
Post a Comment